অ্যাশেজ জিতে কোটি টাকার বোনাস পাচ্ছেন স্টার্করা

ঐতিহ্যবাহী অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পুরস্কার হিসেবে বড় অঙ্কের বোনাস পাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঘরের মাঠে সিরিজ চলাকালে আর্থিক চ্যালেঞ্জে পড়লেও ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই আর্থিক পুরস্কার দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্টিভ স্মিথের নেতৃত্বে মাত্র ১১ দিনেই ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ২০১৭ সাল থেকে অ্যাশেজের ট্রফি ধরে রাখা দলটি এই সাফল্যের জন্য মোট ১৬ লাখ মার্কিন ডলার বোনাস ভাগ করে নেবে বলে জানিয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফ।

সিরিজজুড়ে দারুণ পারফরম্যান্সের কারণে অজি পেসার মাইকেল নেসার ও অভিষিক্ত ব্যাটার জেক ওয়েদারাল্ড ব্যক্তিগতভাবেও বাড়তি অর্থ পাবেন। নেসার পুরো সিরিজে নেন ১৫ উইকেট, আর নিজের প্রথম অ্যাশেজেই নজর কাড়েন ওয়েদারাল্ড। কেন্দ্রীয় চুক্তির সঙ্গে রাজ্য চুক্তির সমন্বয়ের ফলে দুজনই অতিরিক্ত প্রায় ১ লাখ ৪৮ হাজার ডলার করে আয় করতে পারেন।

এই দাপুটে জয়ের ফলে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া, পেছনে ফেলেছে নিউজিল্যান্ডকে। বিপরীতে ইংল্যান্ড নেমে গেছে সপ্তম স্থানে।

তবে সাফল্যের মাঝেও আর্থিক চাপে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ও পার্থ টেস্ট আগেভাগে শেষ হওয়ায় প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার আয় কমেছে সংস্থাটির। এ প্রসঙ্গে সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ভবিষ্যতে উইকেট প্রস্তুতিতে আরও ভারসাম্য আনার ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top