‘ট্রাইব্যুনালে’ তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই সত্য ঘটনা কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান।

নারী নির্যাতন, দীর্ঘ বিচার প্রক্রিয়া, ন্যায়বিচারের জন্য নীরব লড়াই এসবকিছুকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটিতে প্রধান চার চরিত্রে আছেন চার অভিনেত্রী।

তারা হলেন– নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ এবং সায়রা আক্তার জাহান। এই নায়িকাদের নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দেন পরিচালক। নতুন খবর হচ্ছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। এতে তার চরিত্রের নাম গিয়াস।

ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন।

এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান, ‘ এই সিনেমাটি এমন এক হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার গল্প বলে, যা একসময় ভাইরাল হলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছিল অসংখ্য অজানা সত্যের ভিড়ে।’

নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে সিনেমাটির ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে।

অভিনেতা তারিক আনাম খান সারা বছর অভিনয়ের সব শাখায় বিচরণ করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী অভিনেতা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top