ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকরা এদিন জানতে চান, সরকার যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, তখন মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার বিষয়টি ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে কি না। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় অর্থনৈতিক বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একবারও আলোচনা হয়নি।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।’
তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি চাই না। তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।’
নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে। শুরুটা বাংলাদেশ করেনি—এটা সবাইকে স্বীকার করতে হবে।’
এ ছাড়া এনবিআর দুই ভাগ করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এটি করা সম্ভব হয়নি। তবে সব প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই এটি বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

