১০ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর ২৪তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে চলছে ৯ দিনব্যাপী এবারের উৎসবটি।
এই চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ১২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রথম প্রদর্শনী এবং কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন ‘ নয়া মানুষ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হচ্ছে এটা গর্বের ও আনন্দের। জাত-অজাত, রীতিনীতি অথবা ধর্মীয় বিভেদ এসব নিয়ে সমাজে সংগঠিত হয় অন্যায়। এসবের বিরুদ্ধে কথা বলে নয়া মানুষ। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য। ’
আ মা ম হাসানুজ্জামান এর ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন
রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

