সেঞ্চুরি মিস করেও রেকর্ড গড়লেন কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। নব্বই রানের কাছাকাছি পৌঁছে মনে হয়েছিল, তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেই ফিরবেন। কিন্তু ৯৩ রানে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

রোববার গুজরাটের বডোদরা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। নিউজিল্যান্ড ৮ উইকেটে ৩০০ রান সংগ্রহ করে, দলের সর্বোচ্চ ৮৪ রান করেন ড্যারেল মিচেল। হেনরি নিকোল ৬২ এবং ডেভন কনওয়ে ৫৬ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা। এরপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ফিফটির পর সেঞ্চুরির পথে ছিলেন তিনি, কিন্তু ৯১ বল খেলে ৮ চার ও এক ছক্কায় ৯৩ রান করে সাজঘরে ফেরেন।

সেঞ্চুরি না পেলেও কোহলি দুটি নতুন রেকর্ড গড়েছেন। ২৫ রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৬২৪ ইনিংসে তার সংগ্রহ এখন ২৮,০৬৮ রান, যা শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় সর্বোচ্চ।

একই সঙ্গে ৯৩ রানের ইনিংসে শচীনকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন কোহলি। ৩৪ ম্যাচে কিউইদের বিপক্ষে তার সংগ্রহ ১,৭৫০ রান। মাত্র ৭ রান করলে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও গড়তে পারতেন, যেখানে এখন পর্যন্ত ৬টি করে সেঞ্চুরি রয়েছে কোহলি, বীরেন্দ্র শেবাগ ও রিকি পন্টিংয়ের।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top