‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য জানায় তারা।

এনসিপি জানায়, এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন দলটির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তারা জানায়, নিজেদের প্রার্থী থাকা আসনে প্রার্থীর নেতৃত্বে আর প্রার্থী না থাকা আসনে প্রতিনিধির মাধ্যমে প্রচারণা চালাবে এনসিপি। তাদের নির্বাচনী পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কমিটির চেয়ারম্যান ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন।

এ ছাড়া কমিটিতে আরও ২৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top